Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শুদ্ধাচার কমিটি ও ফোকাল পয়েন্ট

শুদ্ধাচার কমিটি

 শুদ্ধাচার কমিটি

তুলা উন্নয়ন বোর্ডের জাতীয় শুদ্ধাচার কৌশল সংক্রান্ত নৈতিকতা কমিটি

 

ক্র:নং

নাম ও পদবী

দায়িত্ব পালন

১.

প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ,তুলা উন্নয়ন বোর্ড, বগুড়া।

সভাপতি

২.

তুলা উন্নয়ন কর্মকর্তা ,তুলা উন্নয়ন বোর্ড, বগুড়া।

সদস্য

৪.

কটন ইউনিট অফিসার,ধুনট ইউনিট,বগুড়া

সদস্য

৯.

কটন ইউনিট অফিসার,হেমায়েতপুর

সদস্য সচিব/ফোকাল পয়েন্ট

 

নৈতিকতা কমিটির কার্যপরিধি নিম্নরূপঃ

ক. সংশ্লিষ্ট সেক্টরে শুদ্ধাচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অর্জিত সাফল্য এবং অন্তরায় চিহ্নিতকরণ;

খ. পরিলক্ষিত অন্তরায় দূরীকরণে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন;

গ. কর্মপরিকল্পনা বাস্তাবায়নের দায়িত্ব কাদের ওপর ন্যস্ত থাকবে, তা নির্ধারণ;

ঘ. সংশ্লিষ্ট সেক্টরে শুদ্ধাচার প্রতিষ্ঠায় গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও পরিবীক্ষণ এবং

ঙ. মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত জাতীয় শুদ্ধাচার বাস্তবায়ন ইউনিটে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/প্রতিষ্ঠানে শুদ্ধাচার বাস্তবায়নের অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন প্রেরণ।