Wellcome to National Portal
Main Comtent Skiped

Cotton Cultivation

তুলা উৎপাদন কর্মসূচী

তুলা উন্নয়ন বোর্ড ১৯৫ টি ইউনিট কার্যালয়, ১৩টি জোনাল কার্যালয় এবং ৪টি আঞ্চলিক কার্যালয় এর মাধ্যমে তুলাচাষ সম্প্রসারণসহ তুলা উৎপাদন সংক্রান্ত সকল কার্যক্রম বাস্তবায়ন করা হয়। রিজিয়ন পর্যায়ে উপ-পরিচালক, জোনাল পর্যায়ে প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ও তুলা উন্নয়ন কর্মকর্তা এবং ইউনিট পর্যায়ে কটন ইউনিট অফিসার তুলা চাষ সম্প্রসারণের কাজে নিয়োজিত আছেন। সদর দপ্তরের নির্বাহী পরিচালক এবং উপ-পরিচালকসহ সহযোগী কর্মকর্তাগন সার্বিক কর্মকান্ড তদারকির করেন। গত তুলা চাষ মৌসুমে দেশে ৪৪৪৩০ হেঃ জমিতে তুলাচাষ করে প্রায় ১৭৭৮৮৭  বেল তুলা উৎপাদিত হয়েছে। সম্প্রসারণ কার্যক্রমের আওতায় খামারে এবং ইউনিট পর্যায়ে তুলা চাষিদের প্রশিক্ষণ প্রদান, প্রর্দশনী পস্নট স্থাপন, চাষি র‌্যালী ও মাঠ দিবস বাস্তবায়ন করা হয়েছে।

 

তুলা উৎপাদনের এলাকা

 

ক্র. নং

আঞ্চলিক কার্যালয়

জোনাল কার্যালয়

জেলাসমূহ

ইউনিটের সংখ্যা

১.

ঢাকা

ঢাকা

ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী ও কিশোরগঞ্জ।

১৪

ময়মনসিংহ

ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল।

১৫

২.

যশোর

যশোর

যশোর,  ঝালকাঠি, ঝিনাইদহ ও খুলনা।

১৯

কুষ্টিয়া

কুষ্টিয়া, রাজবাড়ী মেহেরপুর।

১৬

ঝিনাইদহ

ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর।

২১

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা, মেহেরপুর।

১৭

৩.

রংপুর

রংপুর

রংপুর, গাইবান্ধা, , লালমনিরহাট, কুড়িগ্রাম।

১৬

ঠাকুরগাঁও

ঠাকুরগাও,পঞ্চগড়, দিনাজপুর।

১২

বগুড়া

বগুড়া,সিরাজগঞ্জ,জয়পুরহাট, নওগাঁ, পাবনা।

১৪

রাজশাহী

রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাপাইনবাবগঞ্জ।

১৮

৪.

চট্টগ্রাম

বান্দরবান

বান্দরবান।

০৯

রাঙ্গামাটি

রাঙ্গামাটি।

১০

 

 

খাগড়াছড়ি

খাগড়াছড়ি।

মোট

 ৪ টি

১৩ টি

৩৯ টি

১৯৫ টি