তুলা উন্নয়ন বোর্ডের জাতীয় শুদ্ধাচার কৌশল সংক্রান্ত নৈতিকতা কমিটি
ক্র:নং |
নাম ও পদবী |
দায়িত্ব পালন |
১. |
প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ,তুলা উন্নয়ন বোর্ড, বগুড়া। |
সভাপতি |
২. |
তুলা উন্নয়ন কর্মকর্তা ,তুলা উন্নয়ন বোর্ড, বগুড়া।
|
সদস্য |
৪. |
কটন ইউনিট অফিসার,ধুনট ইউনিট,বগুড়া |
সদস্য |
৯. |
কটন ইউনিট অফিসার,হেমায়েতপুর
|
সদস্য সচিব/ফোকাল পয়েন্ট |
নৈতিকতা কমিটির কার্যপরিধি নিম্নরূপঃ
ক. সংশ্লিষ্ট সেক্টরে শুদ্ধাচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অর্জিত সাফল্য এবং অন্তরায় চিহ্নিতকরণ;
খ. পরিলক্ষিত অন্তরায় দূরীকরণে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন;
গ. কর্মপরিকল্পনা বাস্তাবায়নের দায়িত্ব কাদের ওপর ন্যস্ত থাকবে, তা নির্ধারণ;
ঘ. সংশ্লিষ্ট সেক্টরে শুদ্ধাচার প্রতিষ্ঠায় গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও পরিবীক্ষণ এবং
ঙ. মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত জাতীয় শুদ্ধাচার বাস্তবায়ন ইউনিটে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/প্রতিষ্ঠানে শুদ্ধাচার বাস্তবায়নের অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন প্রেরণ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS